স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : মঙ্গলবার মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যতে গুর্খাবস্তী স্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের পর্যালোচনার বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব মুসলীম উদ্দীন আহমেদ সহ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক। বৈঠকের পর মন্ত্রী সুধাংশু দাস জানান গত ৮ মার্চ রাজ্যে দ্বিতীয় বারের জন্য বিজেপি এবং আই পি এফ টি -জোট সরকার গঠিত হয়েছে।
এ সরকারের মৎস্য, প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটি দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেকটি দপ্তরকে নিয়ে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করা এটা নৈতিক দায়িত্ব। মৎস দপ্তরের রাজ্যের বিভিন্ন প্রান্তের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হচ্ছে। রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী যোগান নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বহিঃ রাজ্য থেকে প্রচুর পরিমাণে মাছ আমদানী করা হয়। সেই আমদানী বন্ধ করে রাজ্যে উৎপাদন বৃদ্ধি করা যায় কিনা তার জন্য আগামী তিন মাসের একটি রূপরেখা তৈরি করে তা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। সময়ে সময়ে এই কাজের মূল্যায়ন করা হবে বলেও জানান মন্ত্রী। ধারাবাহিক ভাবে অন্যান্য দপ্তর গুলিকে নিয়েও পর্যালোচনা বৈঠক করা হবে।