স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : ভোটের ফলাফল বের হওয়ার পর জিরানিয়ায় শাসকদলের নীরব সন্ত্রাসে হৃদরোগে মৃত্যু হয় এক দর্জির। মৃত দর্জির নাম অপু আচার্য(৬২)। খবরটি মঙ্গলবার স্যন্দন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা, সিপিআইএম -এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, অপু আচার্যীর জিরানিয়া মার্কেটে তার মালিকানাধীন একটি দর্জির দোকানে এই পেশায় জীবিকা নির্বাহ করছিলেন। এটাই ছিল তার আয়ের একমাত্র উৎস।
গত ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর টেইলারিং ওয়ার্কার্স ইউনিয়নের সাথে অপুর যুক্ত হওয়া বিজেপি’র পছন্দ হয় নি। তার দর্জির দোকানে গৌতম পল ও নারায়ণ পালের নেতৃত্বে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকে অপু আচার্যী ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বিতাড়িত হয়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। তিনি তার বাড়িতে থাকতে এবং তার দোকান খুলতে দেওয়ার জন্য বেশ কয়েকজন বিজেপি নেতাকে অনুরোধ করেন। কিন্তু কেউ ইতিবাচক সাড়া দেননি। মার্চের তৃতীয় সপ্তাহে অপু আচার্যী জিরানিয়ার চিত্তরঞ্জন পল্লীতে তার বাড়িতে গেলে গৌতম পাল ও তার সহযোগীরা তাকে নির্মমভাবে মারধর করে।
২৯ মার্চ অপু আচার্যী তার পরিবারের সদস্যদের সাথে জিরানিয়া বাজারে যায়। বিজেপি কর্মীদের অনুরোধ করেছিলেন যাতে তার দোকান খোলার অনুমতি দিয়ে তার পুরো পরিবারকে বাঁচতে দেওয়া হয়। কিন্তু সেখানেও তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। একমাত্র আয়ের উৎস ফিরে পাওয়ার অনিশ্চয়তার কারণে ইতিমধ্যেই উদ্বিগ্ন এবং দুর্বল হয়ে পড়া অপু আচার্যী ২৯ মার্চ সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। জিরানিয়া পিএইচসি থেকে তাকে আইজিএম হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এটি একটি গণনাকৃত, নির্মম হত্যাকান্ড, প্রহার এবং অনাহারের মৃত্যু অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। বিরোধী সমর্থকদের জীবন-জীবিকার সমস্ত উপায় বন্ধ করে শাসক দলের কাছে মাথা নত করতে বাধ্য করা রাজ্যে নতুন পদ্ধতি চালু হয়েছে। কিছু বিজেপি নেতার সরাসরি প্ররোচনায় এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা রাজ্যে ঘটছে বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানান অপুর দোকানে তালা দেওয়ার সাথে জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি ব্যবস্থা করা। পাশাপাশি অপুর পরিবারকে যাতে আর্থিক সহযোগিতা করা হয়।