স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার জন্য সরকার কাজ করছে। সোমবার আগরতলা পুর নিগমের উত্তর জোনালের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে বক্তব্য রেখে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শ্যামলী বাজার স্থিত উত্তর জোনাল অফিসে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে সরকারি ব্লাড ব্যাংক রয়েছে বারোটি এবং বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে দুটি। নির্বাচনের কারণে দু মাস সকলে ব্যস্ত থাকায় ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সংকট দেখা দিয়েছে। এ রক্তের সংকট থেকে বের হয়ে আসতে রক্তদান শিবিরের আহ্বান করা হয়েছিল। এতে সাড়া দিয়ে রাজ্যের প্রশাসনিক কর্মীরা এবং বিভিন্ন সংস্থা সহ সকলে এগিয়ে এসেছে। মানবতার খাতিরে রক্তদানে রাজ্যবাসীর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।
সবসময়ই রাজ্যবাসীর মধ্যে এই মানবতা লক্ষ্য করা যায়। যারা আজকে শিবিরে অংশ নিয়েছে তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আরো বলেন যুবসমাজকে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।