স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চরম সংকট হওয়ার কারণে সোমবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অরুন্ধতীনগর কমিউনিটি হলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জি-২০-র প্রতিনিধিরা বিভিন্ন দেশ থেকে রাজ্যে এসেছে। বিজ্ঞান-২০ কনফারেন্সে তারা অংশগ্রহণ করবে। কনফারেন্সে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বাঁশকে ব্যবহার করে কি ভাবে হাইড্রোজেন উৎপাদন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। বায়োমাস এবং সৌরশক্তিকে নিয়ে ত্রিপুরা সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
যে সকল স্থানে বিদ্যুৎ পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানে সৌর শক্তি ব্যবহার করে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। নতুন করে বাঁশ ভিত্তিক হাইড্রোজেন কি ভাবে উৎপাদন করা যায় সেই বিষয়ে বিজ্ঞান-২০ কনফারেন্সে আলোচনা হবে। পাশাপাশি জি-২০ প্রতিনিধিদের রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।ঋষি অরবিন্দ ওপেন জিমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাটের বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা।