স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রাজ্য সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। এই সরকার মানুষের জন্য কাজ করে। সদ্য সমাপ্ত নির্বাচনে কেউ বলতে পারবে না ছাপ্পা ভোট হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। আগে নির্বাচন হলে মানুষ আতঙ্কে থাকত। এইবার সুন্দর ভাবে নির্বাচন হওয়ার পরও নিন্দুকরা ঝামেলা সৃষ্টির চেষ্টা করেছে। ব্যক্তিগত ঝামেলাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনোত্তর সন্ত্রাস দেশের মধ্যে তিনটি রাজ্যে হয়ে থাকে। এই রাজ্য গুলি হল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরল। এই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্য বেরিয়ে আসছে। পুলিশ দিয়ে সবকিছু করা সম্ভব নয়। গুন্ডামী করে নির্বাচন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে। মানুষকে সোচ্চার হতে হবে। বিজেপি-আইপিএফটি সরকার মানুষের জন্য কাজ করেছে। তার জন্য নির্বাচনের পূর্বে সরকার বিরোধী হাওয়া ছিল না। তারপরও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার বিকালে আগরতলা গ্র্যান্ডুইচ চৌমুহনি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্ট সিটি লিমিটেড এবং আগরতলা পুর নিগমের অন্তর্গত তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন মানুষের মধ্যে তারা প্রচার করেছে তারা ক্ষমতায় চলে আসছে। কিন্তু এখন তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। মানুষের প্রয়োজনে সরকার মানুষের কাছে পৌঁছেছে। বিজেপি-র অভিভাবক প্রধানমন্ত্রী। তিনি উন্নয়ন ছাড়া কথা বলেন না। এইবার মহিলাদের কারনে রাজ্যে পুনঃরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। মহিলাদের সর্বদা সম্মান করে বিজেপি। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম সর্বাধিক মহিলা প্রতিনিধি বিধানসভায় রয়েছে। বর্তমান সরকার রাজ্যের মানুষের আর্থ সামজিক মান উন্নয়নের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা শহরের বহু সমস্যা ছিল। কিন্তু বর্তমানে সেসব বহু সমস্যা সমাধান করা হয়েছে। তবে আগরতলা শহরে সবচেয়ে বড় সমস্যা হল জল জমা। দীর্ঘ ২৫ বছর যারা আগরতলা পুর নির্বাচন চালিয়েছিল তাদের ব্যর্থতার কারণে এই জমা হতো। বর্তমান সরকার এটা দ্রুততার সাথে সমাধান করছে। এবং জল যাতে না জমে তার জন্য স্থায়ী ব্যবস্থা করার জন্য নিগম উদ্যোগ গ্রহণ করছে। খুব দ্রুত এ সমস্যা থেকে পরিত্রান দিতে পারবে বলে অভিমত ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার। পূবর্তন বাম সরকার স্মার্ট সিটির কাজ না করায় মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। এর জন্য রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।