স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : আজ বাসন্তী পূজার দশমী। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ নিয়ম নীতি মেনে দশমী পূজা শেষের পর শুক্রবার বিকালে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। সকাল থেকে আগরতলা দুর্গা বাড়িতে এবং বনেদি ক্লাব ও বাড়িতে দেবীর বরণ হয়৷ হয় ঘট বিসর্জন। তারপর হয় মহিলাদের সিঁদুর খেলা।
সকলের হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এদিন বিজয় দশমী দেখতে বিকাল থেকেই দশমি ঘাটে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তার মধ্যে বিশেষ আকর্ষণীয় ছিল দুর্গাবাড়ি প্রতিমা। পায়ে হেঁটে প্রতিমাকে নিয়ে আসা হয় দশমী ঘাটে। রাস্তার দুপাশে ছিল ভক্তদের ব্যাপক সমাগম। সকলের মনে ছিল এক অজানা কষ্ট, মুখে ছিল হাসি, মাকে বিদায় জানিয়ে একটি বছরের অপেক্ষা যেন আবারও প্রহর গোনা শুরু। এইদিন বিকাল থেকে বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে দশমীঘাট মুখী হয়। হাওড়া নদীতে এক এক করে প্রতিমা নিরঞ্জন করা হয়। সাজানো ছিল প্রশাসনিক ব্যবস্থাও।