Wednesday, March 26, 2025
বাড়িরাজ্য৩০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

৩০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : লাফিয়ে বাড়ছে এয়ারপোর্ট থানা এলাকায় নেশা কারবারিদের আনাগোনা। পুলিশকে ম্যানেজ করে চলছে নেশা কারবারীদের দৌরাত্ম্য। অবশেষে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ময়দানে নামের এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সেই গোপন খবর মারফত অভিযানে নেমে এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু নেশার কারবারিকে আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

 ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ নরসিংগড়ের বগাদি এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজা। শুক্রবার এয়ারপোর্ট থানায় এসডিপিও এনসিসি পারমিতা পাণ্ডে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ হাজার ৪৫০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাড়ির মালিক মিঠুন দেবনাথ পলাতক।

 তাকে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হবে। এয়ারপোর্ট থানায় মিঠুন দেবনাথের নামে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান। এলাকাবাসীর ধারণা পুলিশ সুষ্ঠু তদন্ত করলে এই নেশার কারবারের সাথে জড়িত পুরো গ্যাং জালে তুলতে পারবে। এলাকাবাসী অপেক্ষায় রয়েছে পুলিশের সদর্থক ভূমিকা দিকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য