স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : শুক্রবার অমরপুর মোটেস্ট্যান্ট, সুপার মার্কেট, ব্লক চৌমুহনি, হাসপাতাল চৌমুহনি সহ নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকার সরকারি স্টলের বকেয়া বিল পরিশোধ না করায় অমরপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্টল সিল করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন ডিসিএম ধীরেন্দ্র দেবনাথ সহ অমরপুর নগর পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা। ডিসিএম ধীরেন্দ্র দেবনাথ জানান, অমরপুর নগর পঞ্চায়েত এলাকায় বহু সরকারি স্টলের কর্ণধার বকেয়া বিল মিটিয়ে দিচ্ছে না। তাদের বহুবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের দোকান সিল করে দেওয়া হয় এদিন। তবে যারা অবিলম্বে সেই টাকা মিটিয়ে দিতে চায় তারা নগর পঞ্চায়েত অফিসে গিয়ে দেখা করতে পারেন। যদি বকেয়া বিল মিটিয়ে দেওয়া না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে মহকুমা প্রশাসন। এখন দেখার বিষয় বকেয়া বিল মিটিয়ে না দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে মহকুমা প্রশাসন।