স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : শুক্রবার ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের কার্যালয়ের কনফারেন্স হলে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এইদিন পর্যটন দপ্তরের বিভিন্ন কাজের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
এক সাক্ষাৎকারে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পর্যটন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এইদিন প্রথম বারের মতো দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনায় বসেছেন। দপ্তরের আধিকারিকদের সাথে পরিচিত হয়েছেন।
এইদিন পর্যটন দপ্তরের আগামিদিনের কাজের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরা রাজ্যে সকলকে সরকারী চাকুরি দেওয়া সম্ভব নয়। কিন্তু পর্যটন দপ্তরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ রয়েছে। সরকার চাইছে পর্যটনের যে সম্ভাবনা ময় দিকগুলি রয়েছে সেই গুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পর্যটন ক্ষেত্র গুলিকে আরও বেশি করে উন্নত করার বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে।