স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : বেকার সমস্যায় যুবক-যুবতীদের কপালে চিন্তার ভাঁজ। এর মধ্য দিয়ে শূন্য পদ পূরণের জন্য পরীক্ষা গ্রহণ করলেও ফলাফল ঘোষণা করতে জে আর বি টি -র কচ্ছপের গতি যুবক-যুবতীদের কাছে অতিষ্ঠ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত জে আর বি টি-র দ্বারস্থ হচ্ছে বেকার যুবক যুবতীরা।
উল্লেখ্য, গত ২০ ও ২২ আগস্ট জে আর বি টি –র গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা গ্রহণ করা হয়। চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরিক্ষার ফলাফল এখনও ঘোষণা হয়নি। এদিকে সামনেই ওমিক্রনের ভ্রূকুটি দেখা যাচ্ছে। এই অবস্থায় বেকারেরা দ্বিধাগ্রস্থ তাদের পরবর্তী রূপরেখা কি হবে। সোমবার শেষ পর্যন্ত পরীক্ষার্থীরা জে আর বি টি-র অধিকর্তা অদিতি মজুমদারের সঙ্গে দেখা করেন। তাদের বক্তব্য তুলে ধরেন অধিকর্তার সামনে। পরে পরীক্ষার্থীরা জানান অধিকর্তা জানিয়েছেন কোন বড় সমস্যা না হলে জানুয়ারী মাসের মধ্যে জে আর বি টি –র মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পদে গৃহীত পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অধিকর্তার সঙ্গে কথা বলে আশ্বস্ত হয় পরীক্ষার্থীরা। এই নিয়ে আর কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য তারা আহ্বান জানান। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১ লক্ষ ৪ হাজার জন পরীক্ষায় বসে বলে জানান বেকার যুবক যুবতীরা।