সেঞ্চুরিয়ন, ২৭ ডিসেম্বর (হি.স) : সোমবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। পূর্বাভাস আগে থেকেই ছিল। এদিন এক বলও গড়াল না সেঞ্চুরিয়নের পিচে। চা বিরতির আগে পর্যন্ত অপেক্ষা করে শেষপর্যন্ত দ্বিতীয় পরিত্যক্ত করার কথা ঘোষণা করা হল। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৭২। অপরাজিত লোকেশ রাহুল এবং অজিঙ্ক রাহানে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট দিয়েই বার যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলিরা। আবহাওয়ার পূর্বাভাসটা অবশ্য দু-একদিন আগে থেকেই ছিল। প্রথম দিন মেঘলা আকাশ এবং দ্বিতীয় দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল।
সোমবার সকাল থেকেই ছিল বৃষ্টির প্রভাব। যদিও খেলা ভেস্তে যাওয়ার কথা তখন কারোর মুখেই শোনা যায়নি। গোটা দিন হাতে রয়েছে, শেষপর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চয়েছিলেন আয়োজকরা। মাঝে বৃষ্টি কমলে, মাঠের কভার সরানোর কাজও শুরু হয়। কিন্তু এরপরই ফের বৃষ্টি। খারাপ আবহাওয়ার কারণে পর্যবেক্ষণের পর টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা।