স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর: রাজ্য সরকার শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণের দিকে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস্ ফোরাম। সোমবার এ আই পি এস এফ -এর পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল।
দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয় যাতে এই বেসরকারি পলিসি থেকে সরকার সরে আসে। প্রতিনিধিদলের উপস্থিত শুভম ভট্টাচার্য জানান, গত ২ ডিসেম্বর সরকার রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে একটি পলিসি গ্রহণ করেছে। এতে রাজ্যের ছেলেমেয়েদের ব্যাপক ক্ষতি হবে। একইভাবে বিদ্যারজ্যোতি স্কিমের মাধ্যমে ১০০ টি স্কুল নিয়ে আসতে চাইছে। এতে করে বিপাকে পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অংশের ছাত্রছাত্রীরা। কারণ প্রতিবছর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হবে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে। এর বিরোধীতা করে আগামী ২ জানুয়ারি পর থেকে রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।