স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : কেঁচো খুঁড়তেই গিয়ে বের হয়ে এলো সাপ। ২৩ বিধানসভা নির্বাচনে বহু নাস্তানাবুদ হয়ে ৩২ টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। আর এমন কিনারায় এসে জয় লাভ করার পরেই মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি নির্দেশে শুরু হয় চিরুনি তল্লাশি। কারা দল বিরোধী কাজ করে বিরোধী দলকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে উঠে এলো গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন আধিকারির নাম। তিনি দল বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ।
তাই গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনলো জেলা পরিষদের সদস্যরা। জানা যায়, ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলে থেকে গোপনে কংগ্রেস ও সিপিআইএমের ভোট ব্যাংকের কাজ করেছিলেন জেলা সভাধিপতি স্বপন অধিকারী। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সি পি আই এম -র এক নেতার সঙ্গে ফোন কথা বলার অডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
সেই অডিও ছড়িয়ে পড়তেই বিপদে পড়ে যায় জেলা সভাধিপতি স্বপন অধিকারী। বুধবার বিকেলে জেলা পরিষদের ১০ জন সদস্য মিলে জেলা সভাধিপতির স্বপন অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন বলে জানান সহকারি সভাধিপতি দেবল দেব রায়। যার ফলে জেলা পরিষদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে দলের অন্দরে থেকে বহু নেতাই যে গত বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল এ দিন।