Friday, March 21, 2025
বাড়িরাজ্যপুলিশের জালে কুখ্যাত চোর

পুলিশের জালে কুখ্যাত চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : বিশালগড় থানা ও বিশ্রামগঞ্জ থানার যৌথ অভিযানে দুটি বাইক চুরি কান্ডে কুখ্যাত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার রাতে কুখ্যাত বাইক চোরকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে বিশালগড় বাইপাস থেকে অপর একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেন বিশালগড় থানার পুলিশ। জানা যায় ১৬ মার্চ বিশালগড় নিউ মার্কেট থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল।

 তদন্তে নেমে অবশেষে মধুপুর থানার পুলিশের সহযোগিতায় অরবিন্দ নগর এলাকা থেকে টি আর ০৭ ডি ৬০৫২ নাম্বারের বাইক সহ চোর জামাল হোসেনকে গ্রেফতার করে। বাইক চুরি কান্ডে দ্বিতীয় অভিযুক্ত মাসুম ইলিয়াসকেও গ্রেপ্তার করা হয়। দশরামবাড়ী থেকে টি আর ০১ এ সি ৬৫৯৩ নাম্বারে বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গত ২১শে মার্চ তৃতীয় অভিযুক্ত রাকেশ খানকে রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে চতুর্থ অভিযুক্তকে বিশ্রামগঞ্জ থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। কুখ্যাত অভিযুক্ত বিশালগড় রাউৎখলার সুজিত মোদক ওরফে কেডু। বিশালগড় বাইপাস সড়ক থেকে টি আর ০১ এল ৯৫৫১ নাম্বারে একটি চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য