স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : শুক্রবার আগরতলা পুর নিগমের জাম্বু টিম নিয়ে মেয়র দীপক মজুমদার আখাউড়া রোড স্থিত রামকৃষ্ণ সেবা মন্দির পরিদর্শনে যান। মঠ কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিল এই মঠ এলাকা পরিদর্শন করে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে এদিনের সফর বলে জানান মেয়র।
পরিদর্শন কালে মঠের সদস্য ও মহারাজের সঙ্গে বৈঠক করেন তিনি। মঠে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। মূলত মঠে থাকা একটি পুকুর সংস্কার করা আবশ্যক। এই পুকুর ধর্মীয় কাজে নানান সময়ে ব্যবহার করা হয়। পাশেই রয়েছে শিশুদের একটি স্কুল। তাই সার্বিক দিক বিবেচনা করে পুকুর সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংস্কারের পর পুকুরটি ব্যারিক্যাড করে দেওয়া হবে বলে জানান মেয়র। একই সঙ্গে আশ্রমের একটি দেওয়ার ও রাস্তা নির্মাণ করার ক্ষেত্রেও পুর নিগম সহায়তা করবে বলে আশ্বাস দেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলর সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটার সহ অন্যান্যরা।