স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : উদয়পুরের টাউন সোনামুড়া এলাকায় ছেলের দায়ের কোপে আহত জন্মদাতা পিতা। ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা রশিদ মিঞার ছেলে মহরম আলি প্রায় সময় নেশা গ্রস্ত অবস্থায় থাকে। এবং পরিবারের লোকজদের সাথে বিবাদে লিপ্ত হয়। বৃহস্পতিবার রশিদ মিঞা নামাজ পড়ার সময় ছেলে মহরম আলি উন্মত্ত তান্ডপ শুরু করে।
একটা সময় সে ধারালো দা দিয়ে নিজের জন্মদাতা পিতার মাথায় কোপ বসিয়ে দেয়। এতে আহত হয় রশিদ মিঞা। সাথে সাথে আহত রশিদ মিঞাকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। এইদিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করতে এগিয়ে গেলে সে স্থানীয়দের উপর আক্রমণ করার চেষ্টা চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।