স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : ভারত বাংলাদেশে সীমান্তের কাঁটাতার ডিঙিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে চলছে বেআইনিভাবে যাতায়াত। অবশেষে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষী জওয়ানের হাতে আটক তিনজন। জানা যায়, বুধবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে মালাকার বস্তি এলাকার কর্তব্যরত ১৩৯ নং সীমান্ত রক্ষী জওয়ানরা দুজন পুরুষ ও একজন মহিলা আটক করে।
তারপর বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ধৃত তিনজনকেই ধর্মনগর থানার হাতে তুলে দেয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানতে পারে ধৃত অধীর দাস, মিনু দাস নামে স্বামী স্ত্রী। তাদের বাড়ি শিলচরের বরখলায়। অপরজন অজিত দাস। বাড়ি বাংলাদেশে বলে জানায় পুলিশ। তারা সকলেই অবৈধভাবে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আর ফেরার পথেই ধরা পড়ে যায় সীমান্ত রক্ষীদের হাতে। শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। তাদের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের ধারণা পাচার চক্র জড়িত থাকায় বেআইনিভাবে যাতায়াতের সুযোগ পেয়েছে।