স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : কর্মসংস্থানের অভাবে মানসিক অবসাদগ্রস্ত যুবকের তান্ডবে আহত জি আর এস কর্মী। ঘটনা বৃহস্পতিবার বিশালগড়ের হাসান হোসেন পাড়ায়। এদিন সকালে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে আক্রান্ত নবীনগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস কর্মী শাহিদুল। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মজিবুর রহমানের আক্রমণে আহত নবীনগর গ্রাম পঞ্চায়েতের জি.আর.এস-কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
অপরদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এলাকাবাসীরা সংঘবদ্ধ হয়ে আটক করে বেঁধে রাখে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। শিকল দিয়ে বাধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের শরীরে একাধিকবার আঘাত করে। পরে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা মানসিক ভারসাম্যহীন আহত মুজিবুর রহমানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। নবীনগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস আহত শাহিদুল ইসলাম ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান, কাজের জন্য সে বিদেশ গিয়েছিল। কিন্তু কোন কাজ জোটেনি। তারপর বাড়ি ফিরে আসে সে। মানসিকভাবে ভেঙে পড়ে গত কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করেছে এই যুবক।