স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : বর্ষার মরশুম শুরু হওয়ার আগে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত কালাপানিয়া ড্রেইনটি পরিদর্শন করলেন নিগমের মেয়র দীপক মজুমদার। বর্ষার আগেই নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে নিগম কর্তৃপক্ষ। নাহলে তিলোত্তমা শহরে জল জমাট কলঙ্ক দীর্ঘদিনের। এদিন ড্রেইনটি সরজমিনে ঘুরে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরে জল জমার সমস্যা দূর করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগম। শহরে জল জমার কারন গুলি খতিয়ে দেখা হয়েছে।
আখাউড়া খালে দীর্ঘ দিন ধরে কাজ চলছিল। ফলে খালের কিছু কিছু জায়গায় ব্লকেজ ছিল। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে খালটি পরিষ্কার করা হচ্ছে। অপরদিকে কালাপানিয়া খালটিও পরিষ্কার করার কাজ চলছে। এক মাসের মধ্যে কালাপানিয়া খালটি পরিষ্কার করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি এক সাথে কাজ করে যাচ্ছে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু খালের জল বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা রয়ে গেছে। বাংলাদেশের দিকে খাল সব সময় পরিষ্কার করা হয় না। তাই দুই দেশের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন দেখার বিষয় নিকাশি ব্যবস্থা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আগরতলা শহরে বৃষ্টির জল জমাট বাঁধার থেকে মুক্ত রাখতে পারে নিগম কর্তৃপক্ষ।