Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যযাদব লাল নাথকে বিধানসভা থেকে বরখাস্ত ও তাঁর চেয়ারটি গঙ্গার জল দিয়ে...

যাদব লাল নাথকে বিধানসভা থেকে বরখাস্ত ও তাঁর চেয়ারটি গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করার দাবি অনিমেষের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : বিধানসভা অধিবেশনে বসে ৫৫ বাগবাসের বিধায়ক যাদব লাল নাথ মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। বৃহস্পতিবার গোহাটি থেকে রাজ্যে ফিরে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা

 বিধানসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ গত ২৮ মার্চ বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে অশ্লীল ভিডিও দেখার ঘটনার তীব্র নিন্দা জানায় প্রধান বিরোধীদল তিপ্রা মথা। মথার দাবি ২০১২ সালেও কর্নাটকে বিধায়ক লক্ষণ সবারী এ ধরনের ভিডিও দেখার সময় হাতেনাতে ধরা পড়েছিলেন। পরবর্তী সময় তিনি সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। একইভাবে গুজরাটের বিজেপি এক বিধায়ক জড়িত ছিলেন। অপরদিকে উড়িষ্যাতে কংগ্রেসের বিধায়ক নব কিশোর দাস এ ধরনের অশ্লীল ভিডিও দেখার জন্য বিধানসভা থেকে বরখাস্ত হয়েছিলেন। সুতরাং এই পবিত্র বিধানসভা অধিবেশন অশ্লীল ভিডিও দেখার জায়গা নয়। এবং যখন বিজেপির বিধায়ক যাদব লাল নাথ এই অশ্লীল ভিডিও দেখছিলেন তখন অধ্যক্ষ কথা বলছিলেন।

অনিমেষ দেববর্মা করাই-কন্ডায় হিসেব দিয়ে আরো বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কোন একটি নির্বাচনী মিছিলে বক্তব্য করতে গিয়ে কথার ভিত্তিতে কোন এক মন্তব্য করে সাংসদ পদ হারাতে হয়েছে। তাহলে বিধানসভায় যখন বিজেপি দলের বিধায়ক বসে এ ধরনের অশ্লীল ভিডিও দেখছেন তখন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ইমেজ নষ্ট হয়নি? তাই বিরোধী দল তিপ্রা মথা দাবি জানায় যাদব লাল নাথ যে চেয়ারটির মধ্যে বসে এই অশ্লীল ভিডিওটি দেখছিলেন সেই চেয়ারটি বিধানসভা থেকে বের করে এনে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে আবার বিধানসভায় নিয়ে যাওয়া হয়। কারণ পবিত্র বিধানসভায় এ ধরনের অপবিত্র কাজ কোনভাবেই মেনে নেওয়া হবে না। যাদব লাল নাথ যাতে সেখানে আর বসতে বিধান না রাখে তার জন্য অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পদক্ষেপ নিতে হবে। এবং এই বিধায়কের বিরুদ্ধে এমন শাস্তি ব্যবস্থা করতে হবে। যাতে তিনি আগামী ছয় বছর পবিত্র বিধানসভায় না আসতে পারেন। যাদব লালন নাথকে যদি বরখাস্ত না করা হয় তাহলে বিজেপি খুললাম খুল্লা সব কাজ করতে বার্তা দিয়েছে বলে ধরে নেওয়া হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান শ্রী দেববর্মা। তিনি নারীদের সুরক্ষা বিষয়ে এদিন বলেন যদি বিজেপি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্যে নারীদেরও সুরক্ষা থাকবে না। আয়োজিত সাংবাদিক এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য