Saturday, July 27, 2024
বাড়িরাজ্যব্যবসায়ী বৃন্দের রক্তদান শিবির

ব্যবসায়ী বৃন্দের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ :  মুখ্যমন্ত্রীর আহবানের পর আগরতলা শহরে রক্তদান শিবিরে জনজোয়ার চলছে। শূন্য ব্লাড ব্যাংক গুলির কথা মাথায় রেখে এগিয়ে আসছে সরকারি কর্মচারী, বিভিন্ন সামাজিক সংস্থা এবং ব্যবসায়ী বৃন্দ। বুধবার স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বস্তি বাজারে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই দিন প্রদ্বীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার।

সঙ্গে ছিলেন কর্পোরেটার প্রদীপ চন্দ, স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী সভাপতি আশিস পাল সহ অন্যান্যরা। গত বিধানসভা নির্বাচনের জন্য রক্তদান শিবির বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যে। যে কারনে রাজ্যের ১১ টি সরকারী এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাঙ্ক গুলিতে  রক্তের সঙ্কট দেখা দেয়। এই অবস্থায়  রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদান শিবির করার আহ্বান জানান। সেই আবেদনে সারা দিয়ে রাজ্য জুড়ে চলছে রক্তদান শিবির। তারই অঙ্গ হিসাবে এদিন স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই শিবির ব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য