Friday, March 21, 2025
বাড়িরাজ্যপাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটির বৈঠক

পাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটির বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ :  আগরতলা শহর বর্ষার মরশুমে জলমগ্ন হয়ে পড়ে। এবং নিকাশি ব্যবস্থা নড়বড়ে হওয়ার কারণে মশা ও মাছির উপদ্রুবে অতিষ্ট হয়ে পড়ে শহরবাসী। তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্য পাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরবাসীকে ম্যালেরিয়া ও ডেঙ্গু মুক্ত রাখতে এবং মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করতে এন্টি লার্ভা স্প্রে করা হবে।

 নিকাশি ব্যবস্থা সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোন জায়গায় জল জমে না থাকে। এই কাজ করতে গিয়ে বিভিন্ন ওয়ার্ড গুলিতে আরো কি কি সামগ্রীর প্রয়োজন রয়েছে সে সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। পানীয় জল, জল যন্ত্রণার বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে জানান মেয়র। পাশাপাশি কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয় নিজ নিজ এলাকায় যাতে উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজ শেষ হয়। না হলে জনগণের দুর্ভোগ চরণে উঠবে বলে মনে করছে নিগম। এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য- সদস্যা, পাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কর্পোরেটার অভিষেক দত্ত সহ অন্যান্য নিগমের আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য