স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : বিজেপি ও আই পি এফ টি জোট সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমজীবী সহ সাধারণ মানুষের অধিকার সুরক্ষার দাবিতে মঙ্গলবার সি আই টি ইউ-র পক্ষ থেকে শ্রমদপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদানের আগে এক মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলটি শ্রম দপ্তরের অফিসের সামনে এসে সমবেত হয়। ডেপুটেশন প্রদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সি আই টি ইউ -র রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রাক্তন সাংসদ তথা সি আই টি ইউ -র রাজ্য সভাপতি মানিক দে বলেন, মানুষকে প্রতিদিন বাড়িছাড়া করছে শাসকদলের আশ্রিত দুর্বৃত্তরা। মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ রাশি। এবং গাড়ি স্ট্যান্ডে প্রবেশ করার আগে নেওয়া হচ্ছে মোটা অর্থ। কারণ বামফ্রন্টকে ভোট দিয়েছে সেই গাড়ির চালক। এবং বহু গাড়ি রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না।
এর তালিকা রয়েছে প্রায় শতাধিক শতাধিক গাড়ি। এমনকি ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা বহু গাড়ি ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একইভাবে আক্রান্ত ব্যবসায়ীরা। সিপিআইএম সমর্থিত বলে তাদের দোকানের তালা ঝুলিয়ে দিচ্ছে। দলের নির্দেশ ছাড়া কর্মীরা এ ধরনের ঘটনা সংঘটিত করতে পারে না বলে অভিযোগ তুলেন মানিক দে। এ ধরনের ঘটনা যখন রাজ্যে গত দুই মাসের পর অহরহভাবে সংঘটিত হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলেছেন এ ধরনের ঘটনা কাম্য নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কথাও শুনছে না দলের কর্মীরা। শ্রমজীবী মানুষের উপর এভাবে আক্রমণ নামিয়ে আনায় প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে কোন দলকে সমর্থন করে ভোট দেবে। নাগরিকদের এই অধিকারের উপর হস্তক্ষেপ করা যায় না বলে প্রতিবাদ জানান তিনি। সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শ্রমজীবি অংশের মানুষের উপর নির্যাতন, জিজিয়া কর আরোপিত হয়েছে। বিভিন্ন স্থানে শ্রমিকদের কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যানবাহন গুলিকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। রাজ্যের বিভিন্ন স্থানে সি আই টি ইউ- র অফিস গুলির উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।