স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : আগরতলায় এ জি এম সি এবং জি বি পি হাসপাতালে রোগীদের চিকিৎসা চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসা সুযোগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জেলা হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিকাঠামো উন্নত করার বিষয়ে বিধায়ক রঞ্জিত দাস দৃষ্টি আকর্ষণ করে নোটিশ উপস্থাপন করেছিলেন বিধানসভা অধিবেশনে।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানান রাজ্যের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সরকারের আন্তরিকতায় কোন ঘাটতি নেই। প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে যতটা সম্ভব স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যায় সেই লক্ষ্যে রাজ্যের সর্বত্র কর্মযজ্ঞ চালু রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অভিনব প্রয়াস গ্রহণ করেছে সরকার। সকল অংশের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনটি জেলায় তিনটি ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে কুলাই, উদয়পুর এবং শান্তিরবাজার জেলা হাসপাতাল। ধর্মনগর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের নির্মাণে কাজ চলছে। পাশাপাশি তিনটি কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে উন্নতিকরণ করা হয়েছে। পানিসাগর, কুমারঘাট এবং করবুক হাসপাতাল। এদিকে বিরোধী ব্যাঞ্চ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি জানান এ ডি সি এলাকায় একটি ট্রমা সেন্টার চালু করার।