Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যচারিপারার অনাবাদি জমি চাষের আওতায় আনতে নেওয়া হবে উদ্যোগ

চারিপারার অনাবাদি জমি চাষের আওতায় আনতে নেওয়া হবে উদ্যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : সদর মহকুমার চারিপাড়া মৌজার নিশ্চিন্তপুর রেল স্টেশন স্থাপনের কারনে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে যাওয়ার ফলে কৃষকদের যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যা দূরীকরণের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিধানসভায় বিধায়িকা মিনা রানী সরকার আনিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনটা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এইদিন বিধানসভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের সাথেও কথা বলেছেন। পরবর্তী সময় রেল লাইন নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার ইঞ্জিনিয়ারদের সাথেও কথা বলেছেন। ক্যানেল তৈরি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করা হয়েছে। সংস্থার ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়টি তারা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা করবেন। স্বাভাবিক ভাবেই বলা যায় সহসাই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন এলাকায় রয়েছে সাড়ে চার শতাধিক পরিবার। একটি শোক পরিবারগুলো গত চার থেকে পাঁচ বছর ধরে ফসল করাতে পারছে না। কৃষকদের অভিযোগ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন এলাকার পঞ্চায়েতের নাম চারিপাড়া। স্টেশনের নাম নিশ্চিন্তপুর হলেও স্টেশন থেকে অনেকটাই দূরে রয়েছে নিশ্চিন্তপুর এলাকা। তাই স্টেশনের নাম চারিপাড়া করার জন্য প্রস্তাব আনতে দাবি করা হচ্ছে বলে জানান বিধানসভা অধিবেশনে মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য