Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যশ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শুভ বিবাহ উৎসব

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শুভ বিবাহ উৎসব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : বিবাহ উৎসব ঐতিহ্যময় ভারতের অভাবনীয় রূপ। স্থানীয় ব্যবসায়ীদের প্রাধান্য দিয়ে নয়া রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিবাহ উৎসবকে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আগরতলার শোরুমে ২০০৯ সালে প্রথম সূচনা হয় শুভ বিবাহ উৎসবের।

সোমবার আগরতলা ভোলাগিরি স্থিত মানিক্য এনক্লিভে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে এবং হিরো দীপ ও খুকুমণির সহযোগিতায় শুভ বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, শ্যামসুন্দরের নিজস্ব কায়দায় শুভ বিবাহ উৎসবের সূচনা করেছে। কলকাতার বহু অভিজাত ও হাউসিং সোসাইটি এবং ক্লাবে সাড়া জাগানো উদযাপনের পর আজ বিবাহ উৎসবের আয়োজন করতে পারছে। এবছর অনুষ্ঠান আলাদাভাবে তাৎপর্যপূর্ণ। কারণ প্রিভিউতে উপস্থাপিত করা হচ্ছে সদ্য নির্বাচিত শারদ সুন্দরী ২০২১ -এর বিজয়িনীদের এবং ক্রেতাদের জন্য প্রোমোশন -এর মধ্যে থাকছে অনেক আকর্ষণীয় অফার এবং ড্র।

শুভ বিবাহ উৎসবের অঙ্গ হিসেবে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশেষ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এই সময়ের মধ্যে যারা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কাছ থেকে হিরের গয়না ও সোনা ক্রয় করবে, তাদের ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি বিশেষ অফার এবং ড্র -এর আয়োজন করা হয়েছে। যারা এই সময়ের মধ্যে সোনা এবং হীরের গয়না ক্রয় করবে তাদের হানিমুন প্যাকেজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। দুবাই ও আবুধাবিতে হানিমুনে যাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রত্যেকে একটি করে বুকলেট দেওয়া হবে। সেই বুকলেট দিয়ে শহরের বিভিন্ন বিয়ে বাড়ির ক্যাটারিং -এ ছাড় পাওয়া যাবে। একইভাবে ভাউচার দিয়ে শাড়ি, ফার্নিচার ক্রয় করার সময় বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানান রূপক সাহা। অপর ডিরেক্টর অর্পিতা সাহা জানান, সবসময়ই শ্যামসুন্দর ঐতিহ্যময় ভারতীয় বিবাহের রোমান্সের দিকটি তুলে ধরেছে। বিশেষ করে রয়েছে শ্যাম সুন্দরের নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না বলে জানান তিনি।পাশাপাশি এদিন একটি ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গিরিরাজ, ডি কে টেক্সটেইলাস্ , হীরোদীপ, খুকুমণির কর্ণধারকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শারদ সুন্দরীদের মঞ্চে এনে প্রর্দশনী করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য