নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন অমরিন্দর সিং। অমিত শাহ ছাড়াও এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেছেন অমরিন্দর সিং।বৈঠকের বিষয়বস্তু কী সে বিষয়ে কিছুই জানা যায়নি। বিজেপি ও পঞ্জাব লোক কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচন একসঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্ভবত পঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়েই এদিন অমিত শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন অমরিন্দর সিং।