স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : সঠিক দেখভালের অভাবে নরককুন্ড হয়ে আছে রাজ্যের দীর্ঘ পুরনো প্রধান রেফারেল হাসপাতালের ইমার্জেন্সি ব্লক। বছরের পর বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে জিবি হাসপাতালে চার দেওয়ালের মধ্যে জমে রয়েছে বৃহদাংশ জোড়ে নোংরা জল সহ আবর্জনা। বহুতল পাকা ভবনে সৃষ্টি হয়ে আছে দুর্গন্ধ। ভুক্তভোগী রুগী ও রোগীর পরিজন। সবকিছুই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরে থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোন উদ্যোগ নেই বলা চলে।
বিভিন্ন মহকুমা থেকে শত শত রোগী প্রতিদিন হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। কিন্তু হাসপাতালে মধ্যেই এত অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়ে আছে যা বলার অপেক্ষায় রাখে না। এবং এইগুলি যাতে সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দি না হয় তার জন্য আশপাশে দেওয়ালে লাগানো রয়েছে ছবি তোলা যাবে না। চিত্ত সাংবাদিকরা যখন ছবি তুলতে যায় তখন তাদের চিকিৎসকদের দ্বারা বাধার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ। হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা কর্মী জানান অবশ্যই পরিষ্কার করা দরকার। হাসপাতালে এই দুরবস্থা চলে আসছে বছরের পর বছর। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই হাসপাতালে কিছুদিন পর পর গিয়ে বৈঠক করেন। এবং কর্মী থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা অসুস্থ হলে হাসপাতালে ছুটে যান মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক বিধায়িকরা। অথচ মন্ত্রী, বিধায়ক, বিধায়িকাদের হাসপাতালে এই করুন চিত্র নজরে আসে না বলে ভাব দেখায়। কিন্তু এই নরকুন্ডে তৈরি হচ্ছে মশা মাছি থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়। এমনকি হাসপাতালে দিবা রাত্রি মশা উপদ্রুব থেকেও অতিষ্ঠ রোগী রোগী ও পরিজনেরা। কুম্ভ নিদ্রা কবে ভাঙবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের সেটা জানা নেই রোগী ও রোগীর পরিজনদের। কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি চাইছে সকলে।