স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : কৈলাসহর মহকুমার দুর্গাপুর এলাকার সরকারি কোয়ার্টার কমপ্লেক্স। এই কোয়ার্টার কমপ্লেক্সের সিঁড়ির নিচে রাখা ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাম নেতা নিরঞ্জন রায়ের স্কুটি। স্কুটির নম্বর টি আর ০২ বি ৯১১০।
সিঁড়ির নিচ থেকে সরিয়ে এই স্কুটিটিকে কোয়ার্টার কমপ্লেক্সের প্রায় ২০০ মিটার অদূরে নিয়ে গিয়ে অগ্নিসংযোগ করা হয় রবিবার মধ্যরাতে। রাতের আঁধারে দুষ্কৃতকারীদের এই ভয়াবহ অগ্নিসংযোগ এর বিষয়টি নজরে আসে সোমবার সকালে। পুড়ে ছাই হয়ে যায় স্কুটিটি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাম নেতা নিরঞ্জন রায় সোমবার সকালে কৈলাশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করে দিয়েছে কৈলাশহর থানার পুলিশ। পুলিশের তদন্তে এখন কি বেরিয়ে আসে এটাই দেখার। তবে সরকারি কোয়ার্টার কমপ্লেক্সের মত একটি সুরক্ষিত অঞ্চলে এভাবে দুষ্পৃতকারীদের অগ্নিসংযোগ আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে কোয়াটার কমপ্লেক্সে থাকা সাধারণ মানুষদের মধ্যে।