স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : ৪১ তম বইমেলার জন্য রাজ্যে আসছেন জি টুয়েন্টি -র প্রতিনিধি দল। এর আগে আগরতলা শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন দেওয়াল গুলিতে চলছে ওয়াল পেন্টিং। আগরতলা পুর নিগম উদ্যোগে চিত্র কলা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। বিগত চার দিন যাবত এই কাজ করে যাচ্ছেন শিল্পীরা।
মূলত আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছে বর্তমান সরকার। এবারের জি-২০ সামিটের উদ্যোক্তা ভারত। আর তাকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি। দেশ বিদেশের প্রতিনিধিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন। তাদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বেকার চিত্র শিল্পীদের কাজ প্রদানের মাধ্যমে একদিকে যেমন তাদের আর্থিক সহায়তা হচ্ছে। ঠিক অন্যদিকে তাদের শিল্পকলা সকলের সামনে তুলে ধরার সুযোগ মিলছে। এতে খুশী বেকার চিত্র শিল্পীরা। এই চিত্রাঙ্কনের ফলে শহরে রাজপথের পাশের দেওয়ালগুলি ভিন্ন মাত্রা পেয়েছে। নজর কাড়বে জি টুয়েন্টি -র প্রতিনিধি দলের।