স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : বিলোনিয়া থানা থেকে পালালো কুখ্যাত নেশা কারবারী। নাম অভিজিৎ দাস। শুরু হয়েছে পুলিশের দৌড়ঝাঁপ। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া রেল পুলিশ রেলস্টেশন চত্বর থেকে অভিজিৎ দাস নামে এক নেশা কারবারিকে আটক করে। জানা যায় রবিবার বিকেলে এলাকাবাসীর তৎপরতায় বিলোনিয়া রেলস্টেশন চত্বর থেকে এক নেশা কারবারিকে পাকড়াও করে রেল পুলিশ। তার নাম অভিজিৎ দাস, বয়স ৩৫।
বাড়ি বরজ কলোনি । পুলিশ পাকড়াও করার পর তার কাছ থেকে ২১ টি কৌটাও পাওয়া যায়। এর মধ্যে ১৮ টিতে হিরোইন ছিল। তিনটি ছিল খালি। এছাড়া তার কাছ থেকে নাম্বারবিহীন একটি মোটর বাইক পাওয়া যায়। পরবর্তী সময় তাকে বিলোনিয়া থানার হাতে তুলে দেয়া হয়। এদিকে সোমবার সকালে থানার লকাপ থেকে পালিয়ে যায় এই নেশাকারবারি। পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যায় আটক নেশাকারবারী অভিজিৎ দাস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।