Saturday, March 22, 2025
বাড়িরাজ্যবিধানসভার অধিবেশন চলার সময় মহাকরণের সামনে বিক্ষোভ টি এস এফ -এর

বিধানসভার অধিবেশন চলার সময় মহাকরণের সামনে বিক্ষোভ টি এস এফ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রথম দিন ককবরক বিষয় রোমান হরফে লেখার জন্য দাবি তুলে বিক্ষোভের সামিল হয় টি এস এফ। তারা জানান রোমান হরফে লেখার জন্য সরকারকে সুযোগ করে দিতে হবে। এটা জনজাতিদের অধিকার। যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

 এদিকে বিধানসভা অধিবেশনে এবছর মধ্যে শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ককবরক পরীক্ষার অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন গত ১৮ মার্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষায় দেখে গেছে পরীক্ষার্থীদের স্কিপ বাংলাতে লেখার জন্য বাধ্য করা হয়েছে। ইংরেজি এবং দেবনাগরী অক্ষরে লিখতে দেওয়া হয়নি। তাই এ বিষয়টি যাতে রাজ্যের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত বর্তমান মুখ্যমন্ত্রী গুরুত্বের সাথে অনুধাবন করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে তার জন্য দাবি করেন অনিমেষ দেববর্মা। পাশাপাশি তিনি বলেন যারা পরীক্ষার্থীদের ইংরেজি বা দেবনাগরী অক্ষরে লিখতে দেয়নি তাদের চিহ্নিত করে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান। পাশাপাশি সঠিক তদন্ত করারও দাবি তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন বিষয়টি আগামী ২৮ শে মার্চ বিধানসভায় জানাবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য