স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : আগামী ২৭ মার্চ বিধানসভার উপাধ্যক্ষ জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন। শুক্রবার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান যদি উপাধ্যক্ষের জন্য নির্বাচন হয় তাহলে ২৮ মার্চ হবে।
বিরোধীদল এবং শাসকদের পক্ষ থেকে যদি প্রার্থী দেওয়া হয় তাহলে ২৭ মার্চের মধ্যে জমা দিতে হবে মনোনয়ন পত্র। গোপন ভোটাভুটির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উপাধ্যক্ষ নির্বাচন। তাছাড়া তিনটি বিল উত্থাপন করা হবে এই বিধানসভা অধিবেশনে। এর মধ্যে রয়েছে উত্তর ত্রিপুরায় আর্য ভট্ট ইউনিভার্সিটি স্থাপন, টেকনো ইন্ডিয়া ও স্টাম্প পেপার।