স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :নেশা কারবারের সাথে জড়িত দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার করার ঘটনার সামনে উঠে আসতেই সক্রিয় হলো পুলিশ। নেশা কারবারীর সাথে জড়িত আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতেই আরো এক নেশা কারবারিকে জালে তুলেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ১৫,০০ ইয়াবার ট্যাবলেট, হেরোয়িনের ৮ টি কৌটা , একটি নাইম এম এম পিস্তল এবং ২ রাউন্ড তাজা কার্তুজ সহ আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গারি।
শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান বৃহস্পতিবার চারজন নেশা কারবারিকে আটক করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও এক নেশা কারবারিকে রামঠাকুর সংঘ এলাকা থেকে আটক করা হয়। তার নাম সানি সাহা। জিজ্ঞাসাবাদে সে আরও এক ব্যক্তির নাম পুলিশকে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ বৃহস্পতিবার রাতেই ১৫০০ ইয়াবা ট্যাবলেট, হেরোয়িন, একটি পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গাড়ি বাজেয়াপ্ত করে। অবশ্য বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ অবশ্য ওই বাড়ির মালিকের নাম প্রকাশ্যে আনেনি। তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সদরের মহাকুমা পুলিশ আধিকারিক অজয় দাস আরো জানিয়েছেন আগরতলা শহর ও শহরতলী এলাকায় যারা নেশা কারবারের সঙ্গে জড়িত তাদেরকে আটক করতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।