স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : শুক্রবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের প্রথম অধিবেশনে ঘোষণা হয় বিধানসভার মুখ্য সচেতন, বিরোধী দলনেতা সহ অন্যান্য গুরুত্বপূর্ন স্থানের দায়িত্বে থাকা নেতৃত্বের। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ট্রেজারি বেঞ্চের মুখ্য সচেতক ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নাম ঘোষণা করেছেন। বিরোধী দলনেতা হিসেবে নাম ঘোষণা করেন তিপ্রা মথার ২৬ আশারাম বাড়ির বিধায়ক অনিমেষ দেববর্মার নাম।
বিরোধী দলের উপনেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কাঞ্চনপুরের তিপরা মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং -এর নাম। এবং বিরোধী দলের সচেতক হয়েছেন ১২ টাকারজলার বিধায়ক বিশ্বজিৎ কলই। এদিকে সিপিআইএম দলের পরিষদীয় নেতা হিসেবে ঘোষিত হয়েছেন ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এবং সিপিআইএমের উপনেতা ও সচেতন হিসেবে ঘোষিত হয়েছেন যথাক্রমে ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী ও খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস।