স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : জমি বিবাদকে কেন্দ্র করে মেয়ের দায়ের আঘাতে আহত জন্মদাতা পিতা। বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যায় গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুধন সাহার মেয়ে অনামিকা সাহা বিয়ের পর থেকেই তার বাবার বাড়িতে স্বামীকে নিয়ে বসবাস শুরু করেন। এরই মধ্যে অনামিকা সাহা তার বাবার কাছে তিন গন্ডা বাড়ির জমি দাবি করে।
পিতা সুধন সাহা দুই গন্ডা জমি দেওয়া হবে বলে মেয়েকে জানান। কিন্তু তার মেয়ে রাজি হননি। এ নিয়ে বেশ কিছুদিন আগে অনামিকা সাহা তার বড় ভাইয়ের বিরুদ্ধে থানাতে একটি মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ। শুক্রবার অনামিকার সাহার পিতা সেই মামলাটি আদালত থেকে প্রত্যাহার করা জন্য মেয়েকে বলে। কিন্তু মেয়ে জানান আগে জমি দিতে হবে। তারপর মামলাটি প্রত্যাহার করা হবে। এই নিয়ে বাকযুদ্ধ বাধে। এরই মধ্যে অনামিকা সাহা একটি দা দিয়ে তার বাবার পায়ে আঘাত করে । এতেই রক্তাক্ত হন বৃদ্ধ পিতা। পরে ছেলে এবং ছেলের স্ত্রী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। আহত পিতা জানান থানায় মামলা দায়ের করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।