স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :২৪ মার্চ অর্থাৎ শুক্রবার বিশ্ব যক্ষা নিবারণ দিবস। সারা বিশ্বের মতো রাজ্য দিনটি পালিত হয়। এদিন দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যেও সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয় । রামঠাকুর সংঘ থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যক্ষা নিবারণ দিবস উপলক্ষে এক সচেতনতা মূলক র্্যলি শুরু হয়। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও রেলিতে বিশিষ্টদের মধ্যে অংশ নেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। রেলিতে অংশ নিয়ে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা দূর করার জন্য ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই প্রয়াসকে বাস্তবায়িত করার লক্ষ্যেই সারা দেশে সচেতনতামূলক র্যা লি সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।