আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভায় পঞ্চদশ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাসক জোটের প্রার্থী বিশ্ববন্ধু সেন। তিনি ৩২টি ভোট পেয়েছেন। অন্যদিকে, বিরোধী জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায় ১৪টি ভোট পেয়েছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর প্রোটেম স্পিকার বিশ্ববন্ধু সেনকে বিজয়ী ঘোষণা করেন। তারপর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের সদস্যগণ নবনির্বাচিত অধ্যক্ষকে তাঁর চেয়ারে নিয়ে যান।
অধ্যক্ষ পদে দায়িত্ব নিয়ে বিশ্ববন্ধু সেন বিধানসভার সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরিষদীয় সভাধ্যক্ষ হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গিকার নেন। পাশাপাশি তিনি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সভা পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা নবনির্বাচিত অধ্যক্ষকে ট্রেজারি বেঞ্চের তরফে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সাথে তিনি বিধানসভার সকল সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পরিষদীয় গণতন্ত্রের শিক্ষা ও জ্ঞান সম্পন্ন ব্যক্তি অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন। সাথে তিনি যোগ করেন, বিধানসভা অধিবেশন সঠিকভাবে পরিচালনায় সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজ্যের স্বার্থে তিনি বিরোধীদের পরামর্শ ও প্রস্তাব চেয়েছেন।এদিন সিপিএম পরিষদীয় নেতা জিতেন্দ্র চৌধুরীও নবনির্বাচিত অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বিধানসভায় ৪০ লক্ষ মানুষের স্বার্থ রক্ষায় সকলেই ভূমিকা নেবেন।