Saturday, March 15, 2025
বাড়িরাজ্যঅসুস্থ মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী সভার সকলে

অসুস্থ মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী সভার সকলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : বৃহস্পতিবার অসুস্থ মন্ত্রী সুশান্ত চৌধুরীর শারীরিক অবস্থা খোঁজখবর নিতে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। চিকিৎসকদের সাথে কথা বলে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সমস্ত মন্ত্রীরা। বর্তমানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

 দ্রুত আরোগ্য কামনা করেন মন্ত্রিসভার সকলে। শুক্রবার থেকে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকতে পারবেন কিনা সে বিষয়েও কথাবার্তা চলে বলে সূত্রে খবর। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিসভার সকলে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেখতে হাসপাতালে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে মন্ত্রী সুশান্তের চৌধুরী শারীরিক অবস্থা ভালো রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দ্রুত তিনি দায়িত্ব পালনে যোগদান করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য