Saturday, March 22, 2025
বাড়িরাজ্যভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর ৯৩ তম শহীদান দিবস

ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর ৯৩ তম শহীদান দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : ২৩ মার্চ বৃহস্পতিবার দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী নেতা ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর ৯৩ তম শহীদান দিবস। তাই এদিন ছাত্র-যুব ভবনের সামনে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ -এর যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদান দিবস পালন করা হয়।

দিনটি যথাযথ মর্যাদার সাথে গোটা দেশে উদযাপন করা হয় বলে জানান ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বলেন, ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর দেশবাসীকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য লড়াইকে অন্যতম জায়গায় নিয়ে দাঁড় করেছিলেন। কিন্তু তারা যে শোষণ থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন সেই শোষণ থেকে এখনো মুক্ত হয়নি দেশবাসী। একদিকে যেমন বেকারত্ব, একদিকে অনাহার এবং অব্যবস্থা তৈরি হয়ে আছে দেশে। গোটা দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ও বাক স্বাধীনতা আক্রান্ত। সবচেয়ে বড় বিষয় হলো তারা যে অধিকার অর্জন করে গেছে সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তাই এগুলো রক্ষা করা আজ সবচেয়ে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। তাই আজকের দিনে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই আরো বেশি দৃঢ় করার শপথ নেন বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি বলে জানান তিনি। এ দিনের আয়োজিত শহীদান দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য