Sunday, March 16, 2025
বাড়িরাজ্যআখাউড়া এবং কালাপানিয়ার সাফাই কাজ ঘুরে দেখলেন মেয়র

আখাউড়া এবং কালাপানিয়ার সাফাই কাজ ঘুরে দেখলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : সামনেই বর্ষার মরশুম। স্মার্ট সিটিকে বানভাসির কলঙ্ক থেকে রক্ষা করতে তৎপর আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার আগরতলার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র দিপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, পুর পরিষদের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটার জাহ্নবী দাস সহ অন্যান্য আধিকারিকেরা।  আগরতলা শহরের নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নতর করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম।

আখাউড়া খালটি  আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাফাই করা হচ্ছে। ক্যামেরার মধ্য দিয়ে খালের অবস্থা সম্পর্কে অবগত হয়ে সুনির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সেই কাজ কতটুকু ত্বরান্বিত হয়েছে তা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শন শেষে তিনি জানান আগরতলা শহরবাসীকে জল জন্ত্রনা থেকে মুক্তি দিতে ২০১৮ সাল থেকে কাজ করে চলেছে সরকার। আগরতলা শহরের জল মূলত আখাউড়া এবং কালাপানিয়া খাল হয়ে নিষ্কাশিত হয়। আগে এই খালে সঠিক ভাবে পরিষ্কার করা যেত না। কভার করার জন্য এই সমস্যা হত। আখাউড়া খালের ৬ কিলোমিটার অংশ কভার্ড। এবার বহিঃ রাজ্যের একটি সংস্থাকে দিয়ে কভার্ড ড্রেনের সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামেরার মাধ্যমে এই কাজ চলছে। সম্পূর্ণ সাফাই করার পরই তাদের অর্থ প্রদান করা হবে।

আখাউড়া খালের সাফাই কাজ প্রায় শেষের দিকে। এরপর কালাপানিয়া খাল সাফাইয়ে করা হবে। শহরকে জল মুক্ত রাখতে চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার।  এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাফাই -র ফলে জল নিকাশি ব্যবস্থার যেমন উন্নতি ঘটবে। ঠিক তেমনি মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচানো সম্ভব হবে। যাতে কভার্ড অংশে কাজ করতে কোন সমস্যা না হয় তারজন্য সাফাই কর্মীদের সুরক্ষায় দেওয়া হয়েছে অক্সিজেনের ব্যবস্থা।    সম্পূর্ণ কাজের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। সেই রেকর্ডিং-র দেখে তাদের টাকা প্রদান করা হবে। শহরের প্রতিটি ওয়ার্ডের কভার্ড অংশে এই ভাবে কাজ হবে বলে জানান মেয়র দীপক মজুদার। শহরের উন্নয়নে পুর নিগম কাজ করে চলেছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য