Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যপদ্মশ্রী সম্মানে ভূষিত এন সি দেববর্মা ও বিক্রম বাহাদুর জমাতিয়া

পদ্মশ্রী সম্মানে ভূষিত এন সি দেববর্মা ও বিক্রম বাহাদুর জমাতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : বুধবার রাষ্ট্রপতি ভবনে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের দক্ষ প্রশাসক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বরেণ্য লেখক প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। একইদিনে বিক্রম বাহাদুর জমাতিয়াকে সামাজিক অবদানের ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নরেন্দ্র চন্দ্র দেববর্মা এবং বিক্রম বাহাদুর জমাতিয়ার নাম ঘোষণা করা হয়। তারপর বুধবার পদ্মশ্রী সম্মানটি গ্রহণ করেন প্রয়াত মন্ত্রীর ছেলে সুব্রত দেববর্মা।

 জনজাতিদের ঐতিহ্য পোশাক পরিধান করে মরণোত্তর পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন প্রয়াত মন্ত্রীর ছেলে। রাষ্ট্রপতি এদিন সুব্রত দেববর্মার হাতে এই সম্মাননা তুলে দেন। এদিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বিশিষ্ট জনেরা। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু রাজ্যের প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। নরেন্দ্র চন্দ্র দেববর্মা (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সভাপতি শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা ছিলেন একজন সুপরিচিত রাজনীতিবিদ।১৯৪২ সালের ২৮ আগস্ট ত্রিপুরার খোয়াই জেলায় জন্মগ্রহণ করেন শ্রী দেবর্বমা ৷ ১৯৬২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি খাদ্য ও জনসংভরণ বিভাগে এবং অল ইন্ডিয়া রেডিওতে সরকারি চাকরি করেছিলেন।

২০০২ সালের ৩১ আগস্ট তিনি অল ইন্ডিয়া রেডিও, আগরতলার স্টেশন ডিরেক্টর হিসাবে অবসর গ্রহণ করেন। সরকারি চাকরিজীবনে তিনি ত্রিপুরা ট্রাইবেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন, যা “ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি” নামেও পরিচিত, যা অল ইন্ডিয়া ফেডারেশন অফ এসসি অ্যান্ড এসটি, ব্যাকওয়ার্ডস অ্যান্ড মাইনরিটিস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ নয়াদিল্লির একটি অনুমোদিত সংগঠন। তিনি “ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি”র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং আদিবাসী কর্মীদের কল্যাণে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। শ্রী দেববর্মা একজন লেখকও ছিলেন এবং সংবিধানের ২৪৪ (এ) অনুচ্ছেদ অনুসারে অবৈধ জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদ্বেগ এবং বৃহত্তর স্বায়ত্তশাসনের অভিমুখে রাজ্য সরকারকে তার দিকনির্দেশনা এবং কেন এটি প্রয়োজনীয় তা নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন৷ তাখুমসাবোদোল (বলাকা) – ককবরক ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতার অনুবাদ, কোক্লাম করেছিলেন যা ত্রিপুরা সরকারের তপশিলী জাতি ও উপজাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ গবেষণা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছিল। ২০০০ সালের ২২ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর – ২০০০ পর্যন্ত অনুষ্ঠিত রাজ্যের ককবরক ভাষার শতবর্ষ উদযাপনের জন্য লেখার অবদান হিসাবে মানব সভ্যতায় লোকসাহিত্য ও সংস্কৃতির ভূমিকা নিয়ে একটি লেখা লিখেছিলেন। তিনি ত্রিপুরার ত্রিপুরী, জমাতিয়া, মগ এবং রিয়াংদের প্রথাগত আইন সম্পর্কিত বই প্রকাশের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন এবং গবেষণা কর্মকর্তা হিসাবে তাদের জমি রক্ষণাবেক্ষণ ব্যবস্থার বিশেষ উল্লেখ করেছিলেন।

অবসর গ্রহণের পরে, শ্রী দেববর্মা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালে তিনি ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা  দলের হয়ে ১৮- চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। ২০০৯ সালে ত্রিপুরার আদিবাসীদের সুশাসন ও উন্নয়নের জন্য একটি পৃথক রাজ্যের দাবিতে টিটিএএডিসি অঞ্চলকে কেন্দ্র করে “তিপরাল্যান্ড” এর নতুন দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শকে সামনে রেখে ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা নামে একটি নতুন জনজাতীয় দল গঠন করেন তিনি। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি ও আইপিএফটি জোট সরকার গঠিত হয়। নতুন সরকারে তিনি রাজ্যের রাজস্ব মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন এবং পরে বনমন্ত্রীর দায়িত্বভারও তাঁকে দেওয়া হয়েছিল। ২০১৮ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। তিনি জনসাধারণের কাছে সহজেই উপলদ্ধ ছিলেন এবং সমাজের প্রতিটি অংশ এবং ত্রিপুরার জনগণের উন্নতির জন্য কাজ করেছিলেন। শ্রী দেববর্মা গত ১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। অপরদিকে বিক্রম বাহাদুর জমাতিয়াকে সামাজিক অবদানের ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।বিক্রম বাহাদুর জমাতিয়া, ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত অবর সচিব, জমাতিয়া হদার প্রাক্তন অক্রা, এবং জনজাতি ফেইথ অ্যান্ড কালচার প্রোটেকশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি৷ শ্রী জমাতিয়া উত্তর-পূর্ব ভারতের জনজাতি সম্প্রদায়ের কাছে তাঁর কাজের জন্য পরিচিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য