স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : মেয়ের জীবন ভিক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্তনাদ এক অসহায় মায়ের। রাজধানী আগরতলা শহরের আড়ালিয়া ঋষি পাড়া এলাকার শংকর ঋষি দাসের একমাত্র মেয়ে অর্পিতা ঋষি দাস।
গত দুমাস ধরে সে এক জটিল রোগে ভুগছে। পরে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়েকে সুস্থ করে তোলার জন্য আগরতলার আইজিএম হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে ভর্তি করায়। কিন্তু অর্পিতার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় একমাত্র মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য তার বাবার শংকর ঋষি দাস নিজের বসতবাড়ি বন্ধক দিয়ে তরিঘড়ি উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যায়। শিলচরে বেশ কিছুদিন চিকিৎসার পর তাদের কাছে যা টাকা ছিল সবই চিকিৎসা খাতে সব টাকা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শিলচর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অর্পিতাকে আবার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়ের চিকিৎসার জন্য সব অর্থ সম্পদ খুইয়ে একেবারে অসহায় অবস্থায় রয়েছে। দিন যতই এগোচ্ছে অর্পিতার শারীরিক অবস্থাও অবনতি হচ্ছে। জানা গেছে অর্পিতার বাবার শংকর ঋষি দাস একজন দিনমজুর। বুধবার নিরুপায় হয়ে অর্পিতার মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রোগাক্রান্ত একমাত্র মেয়ে অর্পিতার জীবন ভিক্ষা চেয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।