স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : মুখ্যমন্ত্রী কাছে দেখা করার সময় চেয়ে অনুমতি পায়নি। অবশেষে বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন কমিটির টাউন বড়দোয়ালির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের আহ্বায়ক স্বপন বণিক।
তিনি জানান, মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত জানানো হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে ব্যাপক সন্ত্রাস সংগঠিত হচ্ছে। বাড়িঘর, দোকানপাট, রাবার বাগান, গাড়ি, মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে দুষ্কৃতিকারীরা। লুটপাত করে নিয়ে যাচ্ছে বাড়ি ঘরের জিনিসপত্র। মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছে। এবং এ দুষ্কৃতিকারীদের আক্রমণে বিপন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনা। এই পরিস্থিতিতে মানুষের শান্তি সম্প্রীতি পরিবেশ নষ্ট হচ্ছে। কঠোর হাতে এর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি আরো বলা হয়েছে, কঠিন সময়ে পুলিশ প্রশাসন তাদের স্বাভাবিক ও কাম্য ভূমিকা পালন করছে না। বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই উদ্যোগ জনক পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন গোপাল রায়, সুব্রত ভৌমিক সহ অন্যান্যরা।