স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : বেআইনিভাবে বাড়িতে মজুদ রাখা নগদ অর্থ সহ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা আটক করতে সক্ষম হল সিধাই থানার পুলিশ। পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, গত কয়েক দিন ধরে সিধাই মোহনপুর থানাধীন গোপালনগর এলাকায় গত কয়েকদিন ধরেই নেশা সামগ্রী পাচারের অভিযোগ ছিল।
সেই অভিযোগ মূলে পুলিশ গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতের বেলা গোপালনগর এলাকার অমৃত পালের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহ ৫৬ লক্ষাধিক টাকা আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ আটক করে এক ব্যক্তিকে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা অভিযুক্ত ব্যক্তির সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে।