স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বন্য হাতির তান্ডবে অতিষ্ঠ জনগণ। তেলিয়ামুড়ার বেশ কিছু হাতি প্রবণ এলাকায় প্রায় প্রতিদিন বন্য দাতালে’র দল উপদ্রব চালায়। তারপরেও হাতির সমস্যা নিরসনে কোন প্রকার স্থায়ী ব্যাবস্থা গ্রহণ করছে না বনদপ্তর বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে আহত হয় একজন। তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হয়। ঘটনাটি সংগঠিত হয়েছে পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায়।
জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায় এদিন গভীর রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যাক্তি। গুরুতর আহত ব্যাক্তির নাম অরুণ দেববর্মা। পরবর্তীতে এলাকার লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে গুরুতর আহত ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আহত ব্যক্তির পরিবারের লোকজনেরা জানান, হাতির তান্ডবে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। বনদপ্তরে কর্মীরা নিয়মিত টহলদারি না থাকায় গ্রামবাসীর জীবন ঝুঁকি দিকে এগোচ্ছে। এই ঘটনার পর হাসপাতালে প্রশাসনের পক্ষ থেকে কোন খোঁজ খবর নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজনেরা। হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।