স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : নির্বাচনের কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্য হয়ে পড়েছিল। একাধিকবার বিষয়টি খবরে প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়। মুখ্যমন্ত্রী রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের শূন্যতা মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষ সহ সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান। সে মোতাবেক রাজ্যে শুরু হয়েছে রক্তদান শিবির।
রবিবার গভমেন্ট মেডিকেল কলেজ তথা জিবিপি হাসপাতালে এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর জানান নির্বাচনের জন্য ব্লাড ব্যাংক গুলিতে রক্তশূন্যতা সৃষ্টি হয়েছে। তাই সমস্ত মানুষের রক্তদান শিবিরে এগিয়ে আসতে বলা হয়েছে। সেই আহবানে সাড়া দিয়ে এদিন রক্তদান শিবিরে উদ্যোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান সোসাইটি এবং কিটিক্যাল মেডিসিনের ত্রিপুরা চ্যাপ্টারের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরে এ জি এম সি -র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেওয়া মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান।
পাশাপাশি মুখ্যমন্ত্রী রক্তের সমতা বজায় রাখার জন্য রাজ্যবাসীকে এগিয়ে আসতে এদিন আবারো আহ্বান জানান। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উল্লেখ্য, রক্তের চরম সংকট চলছে রাজ্যে। হন্য হয়ে ঘুরছে রোগীর পরিজনেরা। গত কয়েক মাসে হাতে গোনা দু তিনটি ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। কিন্তু রাজ্যে থ্যালাসেমিয়া রোগী এবং দুর্ঘটনাগ্রস্হ রোগী প্রতিদিন বাড়ছে। তাই রক্তদান করতে মুখ্যমন্ত্রী বারংবার রাজ্যবাসীর কাছে আহ্বান করছেন।