স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তবে সদ্য সমাপ্ত নির্বাচনে পালাবদল হয়েছে আগরতলা পুর নিগমের। নাগরিক সমস্যা কতটা সমাধান করতে পারবেন নব নির্বাচিত মেয়র এবং নব নির্বাচিত জনপ্রতিনিধিরা, সেটা বর্তমান চ্যালেঞ্জ মেয়র ও কাউন্সিলরদের কাছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলদের নিয়ে প্রথম বারের মতো সভা করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সভায় উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র, সকল মেয়র ইন কাউন্সিল, নিগমের কমিশনার। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। পুর নিগমের আগামিদিনের কর্ম পরিকল্পনা নিয়ে এইদিনের সভায় বিস্তারিত আলোচনা হয়। এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান প্রথম বারের মতো নিগমের মেয়র ইন কাউন্সিলদের নিয়ে সভা করা হয়েছে। আগরতলা পুর নিগম এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও পুর নিগমের সার্বিক উন্নয়নের বিষয়ে এইদিনের সভায় আলোচনা করা হয়েছে। এছাড়াও বিগত দিনে আগরতলা পুর নিগম কি কি কাজ করেছে, কি কি বাকি রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।