স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর: ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে রাজ্যবাসিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন যে শান্তির বার্তা নিয়ে বড়দিন পালন করা হয়, সেইটা যেন জাতি জনজাতির মূল চালিকা শক্তির অঙ্গ হয়। সেই মানসিকতা রেখে যীশুকে স্মরণ করতে হবে।
যীশু খ্রিষ্ট যে শান্তির পথ গুলি দেখিয়েছেন, সেই গুলিকে নিজের জীবনে পাথেয় করতে হবে। নিজের জীবন সুন্দর করার পাশাপাশি অন্যের জীবনও যেন সুন্দর হয়ে উঠে সেই পরিবেশ তৈরি করতে হবে। সকলে মিলে শান্তির বার্তা সমগ্র দুনিয়ার কাছে পৌঁছে দিতে হবে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের স্বপ্ন অনুযায়ী আধুনিক ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। শুধু ২৫ ডিসেম্বর নয় ডিসেম্বর মাসের বাকি দিন গুলি জাতি জনজাতি সকলে মিলে আন্দন উল্লাসের সাথে যেন কাটাতে পারে তার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।