স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : ধর্মনগর পুর পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী ২৫ জন কাউন্সিলরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মহাকরণের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানানো হয়। মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত কাউন্সিলররা। পরে মুখ্যমন্ত্রী নবনির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন বলেন, প্রত্যেক কাউন্সিলরকে নিজের জন্য দুই বছর নির্ধারিতভাবে ঠিক করা।
এ দুই বছরের মধ্যে কাজ করে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্য গ্রহণ করা দরকার। আর সেই পরিচয়টাই যাতে মানুষের মধ্যে রাখা যায় সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে প্রত্যেক কাউন্সিলরকে। এর জন্য মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তাহলেই স্বচ্ছ পরিচয় বজায় থাকবে। এবং লক্ষ্য রাখতে হবে ৫ বছর হতে আর কতটা সময় বাকি আছে। আর সেদিকে গুরুত্ব দিয়ে মানুষের জন্য সার্বিক ভাবে কাজ করতে হবে প্রত্যেক কাউন্সিলরকে। মানুষের দোষ না দিয়ে মানুষের সার্বিক সমস্যার সমাধান করতে হবে
মুখ্যমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা দেশের চালিকা শক্তি। তাই নরেন্দ্র মোদি প্রতিষ্ঠিত হয়ে নতুন শিক্ষানীতি প্রচলন করেছে। তাই নতুন শিক্ষানীতি দিয়ে মাতৃভাষায় শিক্ষাদান করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ মাতৃভাষা ছিনিয়ে নিলে কোন দেশ বা রাজ্যের উন্নয়ন হয় না। যারা বিদ্যারজ্যোতি প্রকল্প নিয়ে আন্দোলন করছে, তাদের জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। বিদ্যারজ্যোতি প্রকল্প আসলে কি সেটাই তা বুঝেই না তারা। এই প্রকল্পটি চালু হলে অর্থ নেওয়া হবে এমন কোন কথাও বলা হয় নি। আসলে দেশ থেকে ইংরেজ চলে যাওয়ার পর ইংরেজি ব্যবস্থা আরো বেশি লাগু হয়েছে। ভারতের পরিচয় সংস্কৃতি, শিক্ষা, যোগা। বিশ্বের কোন দেশে মধ্যে এই পরিচয়গুলি নেই। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষাব্যবস্থার দিকের বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।